FOOT PAIN সম্পর্কে হলে সচেতন, সুস্থ থাকবেন সারা জীবন।
অনেকেই পায়ের গোড়ালির ব্যথায় ভোগেন, যার মধ্যে প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াম স্পার (গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি) প্রধান কারণ। এই অবস্থায়, সকালে বিছানা থেকে উঠে প্রথম পা মাটিতে রাখলে গোড়ালিতে তীব্র ব্যথা হয়। হাঁটার সময়, পায়ের নিচে যেন সুচ বা পিন ফুটছে বা খোঁচা লাগছে এমন অনুভূতি হয়। তবে একটু হাঁটার পরে ব্যথা সামান্য কমে যায়।
✅ রোগটা হচ্ছে এই রকম যে, পায়ের তলায় যে সাদা পর্দার মতো থাকে, এটার নাম হচ্ছে প্লান্টার ফ্যাসা (Plantar Fascia)
✅ এই প্লান্টার ফ্যাসার গোড়ায় কোন কারণে, হয়তো কোথাও থেকে লাফ দেওয়ার কারণে, অথবা খুব জগিং করার কারণে, অথবা কোন আঘাতের কারণেএকটু ছিড়ে যায়, ঐ প্লান্টার ফ্যাসাটা একটা জায়গায় একটু ইনজুরি হয়।
✅ এই ইনজুরির জায়গাটা আবার হিলিং হয়। হিলিং হয় আবার ইনজুরি হয় আবার হিলিং হয়।
✅ এভাবে চলতে চলতে ঐ জায়গাটা ইনফ্লামেশন (Inflammation) হয়।
ইনফ্লামেশন হচ্ছে একটা জায়গা ফোলে যাওয়া, লাল হওয়া, ব্যথা করা।
✅ এই ইনফ্লামেশন হওয়ার নামই হচ্ছে প্লান্টার ফাসাইটিস (Planter Facieties)