দীর্ঘমেয়াদে পায়ের ক্ষতি না করতে চাইলে নরম চামড়ার স্যান্ডেল ব্যাবহার করুন !

রাসুলুল্লাহ(সঃ) চামড়ার তৈরি মোজা ব্যাবহার করতেন । পশুর চামড়ায় তৈরি জুতা বা মোজায় সঠিক বায়ু প্রবাহ থাকায় পায়ে অতিরিক্ত ঘামায় না এবং যেখানে সেখানে দুর্গন্ধ ছড়ায় না ।

আপনিও চামড়া চিনতে সক্ষম হবেন যদি নিন্মোক্ত বিষয়ে জানা থাকে !

👉 প্রাকৃতিকভাবেই চামড়ায় থাকে ফাইবার। আর ঠিক সে কারণেই চামড়ার তৈরি পন্যে আঁচড় দিলেই সেই ফাইবার দেখা যায়। কিন্তু কৃত্রিম চামড়া বা রেক্সিনের তৈরি পন্যে তেমনটি দেখা য়ায় না।

👉 কৃত্রিম চামড়া বা রেক্সিনে সাধারণত কোন না কোন কাপড় ব্যবহার করে তার উপর পলিমার দিয়ে কোটিং করা হয়ে থাকে। আর এ জন্য কৃত্রিম চামড়ায় তৈরি পন্যটি ওল্টালেই কাপড়ের আস্তরণ পাওয়া যায়। কিন্তু চামড়ার তৈরি পন্যে এমন কিছু দেখা যায়

👉 ফায়ার টেস্ট অর্থাৎ আগুনে পোড়ালে সহজে পুড়বে না, গলবে না থাকবে অক্ষত

👉 কৃত্রিম চামড়া বা রেক্সিনে সাধারণত কোন না কোন কাপড় ব্যবহার করে তার উপর পলিমার দিয়ে কোটিং করা হয়ে থাকে। আর এ জন্য কৃত্রিম চামড়ায় তৈরি পন্যটি ওল্টালেই কাপড়ের আস্তরণ পাওয়া যায়। কিন্তু চামড়ার তৈরি পন্যে এমন কিছু দেখা যায়

👉 ফায়ার টেস্ট অর্থাৎ আগুনে পোড়ালে সহজে পুড়বে না, গলবে না থাকবে অক্ষত

Scholl Spice Sandal For Women

ডক্টর কমফোর্ট স্যান্ডেল ব্যাবহারে পাবেন নিন্মোক্ত সুবিধা

সম্পূর্ণ হ্যান্ডমেইড এই জুতাটি পাঞ্জাবি-পায়জামা, ফরমাল অথবা ক্যাজুয়াল প্যান্ট এমনকি লুঙ্গির সাথেও ব্যবহার করা যাবে।

স্যান্ডেল-এর আপার এবং লাইনিং-এ শুধুমাত্র র-চামড়া ব্যাবহার করায় দীর্ঘসময় ব্যাবহারে পাওয়া যাবে আরামদায়ক অনুভূতি।

ফুড বেড অর্থাৎ যেখানে পায়ের তালু থাকবে সেখানে লেটেক্স ফোমের সাথে চামড়া থাকায় পায়ের গোড়ালি এবং তালুতে ব্যাথার অনুভূতি তৈরি করবে না।

আউটসোলে ব্যবহার করা হয়েছে লং-লস্টিং পিউ সোল যা আপনাকে নিশ্চিত করবে ভেঙ্গে যাওয়া বা ফেটে যাওয়া থেকে।

© 2024 Naushmart.com